নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

মাধ্যমিক পাশে সরকারি চাকরি! বনদপ্তর গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বিপুল পরিমানে কর্মী নিয়োগ

Published on:

বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পাওয়া আর হাতে চাঁদ একই হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় ভারতীয় ফরেস্ট ডিপার্টমেন্টের বনসহায়ক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। নেওয়া হবে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীদের। দীর্ঘ তিন বছর ধরে এই পদে কোনরকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তিন বছর আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ২৫ হাজার বনসহায়ক কর্মী নিয়োগ করা হয়েছিল। বর্তমানে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদের জন্য আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। কিছু শূন্য পদ রয়েছে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি পাস চাকরি প্রার্থীদের জন্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিয়োগকারী দপ্তর ও শূন্য পদ গুলির নাম :- এই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে কেন্দ্রীয় সরকারের অন্তর্গত ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ এন্ড এডুকেশন এর তরফ থেকে দেশের বিভিন্ন জায়গার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশনগুলিতে গ্রুপ ডি ও গ্রুপ সি পদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে।

শূন্য পদে প্রার্থী নিয়োগ :- যে সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

  • মাল্টি টাস্কিং স্টাফ
  • লোয়ার ডিভিশন ক্লার্ক
  • ফরেস্ট গার্ড
  • স্টেনোগার্ড‌ ২
  • স্টোর কিপার
  • ড্রাইভার অর্ডিনারি গার্ড
  • টেকনিশিয়ান (ফিল্ড রিসার্চ)
  • টেকনিশিয়ান (মেইনটেনেন্স)
  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (প্যারামেডিকেল)।

শিক্ষাগত যোগ্যতা :-

মাল্টি টাস্কিং স্টাফ :-এই পদে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে আর সংশ্লিষ্ট পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে রিজার্ভ ক্যাটাগরীর হলে পাঁচ বছর, ওবিসি হলে তিন বছর আর পিডব্লিউডি হলে দশ বছর ছাড় পাবেন।

লোয়ার ডিভিশন ক্লার্ক :- এই পদে আবেদনকারীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অথবা সমমানের পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এছাড়া কম্পিউটারের দক্ষ হতে হবে আর টাইপ রাইটিং জানতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে রিজার্ভ ক্যাটাগরীর হলে পাঁচ বছর, ওবিসি হলে তিন বছর আর পিডব্লিউডি হলে দশ বছর ছাড় পাবেন।

ফরেস্ট গার্ড :- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাশ করতে হবে। একজন পুরুষ আবেদনকারী কে চার ঘন্টায় ২৫ কিলোমিটার হাঁটার ক্ষমতা থাকতে হবে। আর আবেদনকারীর উচ্চতা 165 সেন্টিমিটার, ছাতীর মাপ না ফুলিয়ে ৭৯ সেন্টিমিটার, ফুলিয়ে 84 সেন্টিমিটার হতে হবে। মহিলা আবেদনকারীর উচ্চতা হতে হবে ১৫০ সেন্টিমিটার। আর আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ থেকে ৩৭ বছরের মধ্যে। তবে রিজার্ভ ক্যাটাগরীর হলে পাঁচ বছর, ওবিসি হলে তিন বছর আর পিডব্লিউডি হলে দশ বছর ছাড় পাবেন।

স্টেনো গার্ড :- এই পদে আবেদনকারী কে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আর টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরীর হলে পাঁচ বছর, ওবিসি হলে তিন বছর আর পিডব্লিউডি হলে দশ বছর ছাড় পাবেন।

স্টোরকিপার :- এই পদে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ এর মধ্যে আর ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তবে রিজার্ভ ক্যাটাগরীর হলে পাঁচ বছর, ওবিসি হলে তিন বছর আর পিডব্লিউডি হলে দশ বছর ছাড় পাবেন।

ড্রাইভার অর্ডিনারি গার্ড :- প্রার্থীকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স ও সংশ্লিষ্ট পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে রিজার্ভ ক্যাটাগরীর হলে পাঁচ বছর, ওবিসি হলে তিন বছর আর পিডব্লিউডি হলে দশ বছর ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি :- সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপ্লাই করতে হবে। এক্ষেত্রে ইউজার আইডি ও পাসওয়ার্ড লাগবে

প্রয়োজনীয় ডকুমেন্টস :-

  • মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন অথবা বার্থ সার্টিফিকেট
  • আধার কার্ড
  • প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
  • কাস্ট সার্টিফিকেট থাকলে সেটি
  • ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
  • কম্পিউটার কোর্স সার্টিফিকেট
  • ড্রাইভিং লাইসেন্স
  • পাসপোর্ট সাইজ ফটো

নির্বাচন প্রক্রিয়া :- ১০০ নম্বরের কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে এতে যারা উত্তীর্ণ হবে তাদের আবার ৫০ নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্কিল টেস্ট ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে।

আবেদন করার শেষ তারিখ :- অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ শে জানুয়ারি ২০২৩।

About Author