বাহামনিকে আপনাদের মনে আছে? জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ইষ্টিকুটুম’ (Istikutum)-এর প্রধান চরিত্র ছিল বাহামনি। এই চরিত্রে অভিনয় করেছিলেন রনিতা দাস (Ranieeta Das)। প্রথম সিরিয়াল দিয়েই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তাকে সকলে বাহামনি নামেই ডাকতেন। বাহারুপে তার সাজ ও কথা বলার ধরন সকল দর্শকদের মনে লেগেছিল। এমনকি সে সময় তার শাড়ির ডিজাইন অনুকরণ করে বাজারে এসেছিল ‘বাহা’ শাড়ি।
তবে ইষ্টিকুটুম-এ ধারাবাহিকভাবে অভিনয় করে যাওয়ার ফলে রনিতা, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সে সময় তার শিরদাঁড়ার যন্ত্রণা আরম্ভ হয়েছিল। ফলে তিনি ওই ধারাবাহিক থেকে সরে আসতে বাধ্য হয়। এরপরই তাঁর ক্যারিয়ারে বাঁধা দেখা যায়। চুক্তি ভঙ্গের অভিযোগ এনে ‘প্রোডিউসার’স গীল্ড’ তাঁকে ব্যান করে দিয়েছিল। ফলে দীর্ঘদিন তিনি অভিনয় করতে পারেননি। কিন্তু এখন তাঁর উপর আর ব্যান নেই।
বর্তমানে অভিনেত্রী নতুন করে ক্যারিয়ার গড়া শুরু করেছেন। ইদানিং তাঁকে সোশ্যাল মিডিয়াতেও (Social Media) বেশ অ্যাকটিভ থাকতে দেখা যায়। ভক্তদের সঙ্গে জুড়ে থাকার জন্যই তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন। এখানে তিনি নিত্যনতুন ফটো ও রিলস পোস্ট করে থাকেন। এখন তাঁকে দেখলে চেনা দায়। নিজেকে অনেকটা পাল্টে ফেলেছেন অভিনেত্রী। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় এমনই এক বোল্ড ছবি পোস্ট করেছেন।
View this post on Instagram
ছবিতে খোলামেলা পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর পরনে রয়েছে মেটালিক ব্রাউন রঙের টি-শার্ট ও মেটালিক গোল্ডেন রঙের হট প্যান্ট। ফটোগ্রাফার সায়ন্তন দত্ত (Sayantan Dutta) এই ফটোর এক ঝলক শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রামে। গোলাপি লিপস্টিকে রাঙা ঠোঁট নজড় কাড়ছে ভক্তদের। প্রসঙ্গত, অভিনেত্রী এখন নিজের ক্যারিয়ার নিয়েই ভাবছেন। তবু ধারাবাহিকে তিনি আর কাজ করতে চান না। সিনেমা কিংবা ওয়েব সিরিজে কাজের জন্য চেষ্টা করছেন। এমনকি তাঁর নিজস্ব একটি প্রযোজনা সংস্থা রয়েছে।