Payel Sarkar: হট লুকে ধরা দিলেন অভিনেত্রী পায়েল সরকার, ঘুম উড়েছে নেটিজেনদের!

বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন পায়েল সরকার (Paayel Sarkar)। একাধিক বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘কুলপি’ ছবিতে। ইদানিং খুব একটা বড় পর্দায় দেখা না গেলেও, সোশ্যাল মিডিয়ায় সবসময় ভক্তদের সঙ্গে জুড়ে রয়েছেন তিনি। সম্প্রতি যে ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাঁতে পাগল হয়েছেন সমস্ত যুবক। চলুন বিস্তারিত জেনে নিন।

ইন্সট্রাগ্রামে ঝড় তুলেছেন অভিনেত্রী

অভিনেত্রী পায়েল প্রায়শই নিত্যনতুন লুকে ফটোশুট করেন এবং তা শেয়ার করেন নিজস্ব সোশ্যাল মিডিয়া সাইটে। সম্প্রতি এমনই কিছু বোল্ড ফটোশুট করে ইন্সটাগ্রামে (Instagram) ঝড় তুলেছেন অভিনেত্রী। এই ছবিতে অভিনেত্রীকে আইভরি হোয়াইট ড্রেসে দেখা যাচ্ছে। এটি যথেষ্ট শর্ট ড্রেস। ফলে দেখা যাচ্ছে অভিনেত্রীর মসৃন ও ফর্সা পা। ঠোঁটের লাল গাঢ় লিপস্টিক ও চোখের স্মোকি আই লুক ঘুম কেড়েছেন একাধিক যুবকের।

ভক্তরা অভিনেত্রীর নতুন লুক বেশ পছন্দ করেছেন

এই লুকে অভিনেত্রীকে অসম্ভব হট লাগছে। ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন “কম চিন্তা করো ও বেশি হাসো”। ক্যাপশনের সঙ্গে জুড়েছেন চোখে কালো সানগ্লাস পরা ইমোজি। ভক্তরা ছবিটি বেশ পছন্দ করেছেন। অনেকে নানা মন্তব্য করছেন। যার মধ্যে এক নেটিজেন লিখেছেন, ‘পায়েল চার্মিং প্রিন্সেস’। অনেকে আবার এই ছবির মধ্যে দিয়ে পুরানো পায়েলকে খুঁজে পেয়েছেন।

আসন্ন ‘বাবুসোনা’ ছবিতে দেখা যাবে পায়েলকে

প্রসঙ্গত, অভিনেত্রী পায়েল সরকারকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল ‘কুলফি’ ছবিতে। এক বছর আগে ছবিটি মুক্তি পেয়েছিল। যা পরিচালনা করেছিলেন বার্শালী চ্যাটার্জি। তবে ছবিটি বক্সঅফিসে ভালো ফলাফল করতে পারেনি। আগামীতে তাঁকে অংশুমান প্রত্যুষ (Ansuman Pratyush)-র নতুন ছবি ‘বাবুসোনা’-য় দেখা যাবে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন পায়েল।

Back to top button