নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

বাবার চিকিৎসার খরচ তুলতে পার্ক স্ট্রিটের রাস্তায় গান গাইছে ছেলে! ভাইরাল ভিডিও

Published on:

শহরে যেন ছুটির আমেজ। তবে ব্যস্ততার সীমা নেই। এই ছুটির দিনে কেউ হয়তো লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, কেউ বা চিড়িয়াখানায় বা ভিক্টোরিয়ায় ভিড় বাড়াচ্ছে। কেউ বা যাচ্ছে বনভোজনে। কিন্তু এক তরুণ পার্ক স্ট্রিটের জনপ্রিয় অলি পাবের সামনে গিটার হাতে দাঁড়িয়ে আছে। তাঁর কন্ঠে শোনা যাচ্ছে বাংলা গান। সামনে রাখা রয়েছে একটি কাগজের বাক্স, তাতে বেশ কিছু ১০০ ও ২০০ টাকার নোট। পথ চলতি লোকজন অবাক হয়ে দেখছে। কেউ ছাড়াচ্ছে আবার কেউ ভ্রুক্ষেপ না করে নিজের মতো এগিয়ে যাচ্ছে। ছেলেটির নাম শুভম।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিন্তু কেন এইটুকু ছেলে গান গেয়ে অর্থ রোজগার করছে? বিষয়টা জানতে গেলে ছেলেটির পাশের রেলিংয়ে সাদা একটি পোস্টারের দিকে চোখ যায়। পোস্টারে লেখা, “আমার বাবাকে সপ্তাহে তিনবার ডায়ালেসিস করাতে হয়, সেই কারণে আমি এখানে দাঁড়িয়ে গান করছি। বাবার চিকিৎসা ও পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি আমি কলেজের পড়াশুনোর ফিও জোগাড় করার চেষ্টা করছি। আপনারা নিজেদের সামর্থ্য মতো টাকা দিয়ে সাহায্য করুন।”

শুভম সেন্ট জেভিয়ার্স কলেজের তৃতীয় বর্ষের এই পড়ুয়া। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের বি.কম তৃতীয় বর্ষের পড়াশোনা করে সে। পরিবারের সাহায্যে আসবে বলেই ছেলেটির এই উদ্যোগ। শুভমের বাবার যেহেতু ডায়ালেসিস চলছে। তাই শুভম গান গেয়ে আর্থ উপার্জন করছে বর্তমানে। শুভমের কথায়, আমি সেন্ট জেভিয়ার্স কলেজের বি.কম তৃতীয় বর্ষের পড়ুয়া। একটা বিশেষ কারণের জন্য আমি এখানে বাস্কিং শুরু করি। আমারা বাবা ডায়ালেসিস হয়। এভাবেই আমি আমার পরিবারকে এভাবেই সাহায্য করা চেষ্টা করি।”

About Author