মাত্র ৮ ঘণ্টাতেই পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি! রইল ‘বন্দে ভারত এক্সপ্রেস’র খাবারের তালিকা

যাত্রীদের এতোদিনের স্বপ্ন পূরণ হল। ৩০ শে ডিসেম্বর রাজ্যে চালু হল ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat Express)। এই ট্রেনের উদ্বোধন করলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত এই ট্রেনের যাত্রাপথ। সপ্তাহে ৬ দিন যাত্রীদের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি নিয়ে যাবে এই ট্রেন। এই ট্রেনে হাওড়া থেকে জলপাইগুড়ি যেতে সময় লাগবে মাত্র ৮ ঘন্টা। যেখানে অন্যান্য ট্রেনের এই যাত্রা অতিক্রম করতে ১২ ঘন্টা লাগে, সেখানে এই ট্রেনটি ৪ ঘণ্টা আগেই গন্তব্যে পৌঁছে দেবে।

এই ট্রেনটি হাওড়া থেকে ভোর ৫ টা বেজে ৫০ মিনিটে ছেড়ে দুপুর ১ টা বেজে ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে। আবার দুপুরে ২ টো বেজে ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে রাত ১০ টা ৫০ মিনিটে পৌঁছাবে হাওড়ায়। ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটবে এই ট্রেন।

এই বন্দে ভারত এক্সপ্রেসের ওয়েলকাম মেনুতে থাকছে ডাবল জল বা সরবত। এছাড়াও দুপুরে ভাত, ডাল, তরকারি, সেইসঙ্গে ঘুরিয়ে-ফিরিয়ে থাকবে মাছের ঝোল, ফিশ ফ্রাই এবং মুরগির মাংসের মতো খাবারও। এছাড়াও সন্ধ্যা বেলায় থাকবে চা বা কফি স্ন্যাকস।