সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun chakraborty) অভিনীত ছবি প্রজাপতি। তারপর থেকেই তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ছবিটি নন্দনে (Nandan) শো পায়নি। অনেকেই মনে করেছেন মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক আদর্শের জন্য সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে স্থান পায়নি ছবিটি।
এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh) বলেছিলেন দেব হয়তো মুখে বলতে পারছেন না কিন্তু মিঠুনকে ছবিতে নেওয়া তার ভুল হয়েছে। তার মতে মিঠুন একজন ফ্লপ অভিনেতা। তার বদলে পরান বন্দ্যোপাধ্যায় কে নিলে ভালো হতো। তবে এর পরিপ্রেক্ষিতে দেব বলেছেন সিনেমা নিয়ে সম্ভবত কুনাল ঘোষ এর অতটা জ্ঞান নেই। সিনেমা দেবের উপর ছেড়ে দেওয়াই ভালো। তিনি আরো জানিয়েছিলেন যে তার যদি প্রয়োজন পড়ে তাহলে তিনি তার পরবর্তী সিনেমাতেও মিঠুনকে নেবেন।
এবারে এই প্রসঙ্গে তৃণমূলের অপর সদস্য সায়নী ঘোষ (Sayani Ghosh) উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে মিঠুনের সঙ্গে তার রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তী সম্পর্কে মন্তব্য করার মতন কোনো দুঃসাহস তার নেই। এছাড়াও তিনি বলেছেন যে দেব আর কুনাল ঘোষ এর মতপার্থক হলে সেটি তারাই মিটিয়ে নেবেন। কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র। তিনি যা বলেন নিশ্চয়ই ভেবেচিন্তে বলেন অপরদিকে দেব ও ভালো মতনই সব বোঝেন তাই তিনি কোন মন্তব্য করেননি।
সব মিলিয়ে এই নিয়ে ভীষণ জল ঘোলা হচ্ছে ইন্ডাস্ট্রি জুড়ে। তবে এই বিষয়ে মিঠুন চক্রবর্তী এখনো মুখ খোলেননি। তবে অনেকেই বলেছেন যে সিনেমার মধ্যে রাজনৈতিক বিষয় না ঢোকানোই ভালো।