খোলা আকাশের নীচে অবিকল মানুষের মত কথা বলছে দুটি টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া ( Social Media) বিনোদনের ( Entertainment) অন্যতম একটি মাধ্যম। এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। বিভিন্ন মানুষের কার্যকলাপ এর ভিডিও যেমন দেখা যাক তেমনি বিভিন্ন পশুপাখির কার্যকলাপের ভিডিও ও প্রতিনিয়ত দেখা যায়। এই ভিডিওগুলির এক একটির বিষয় হয় একেক রকমের । পশুপাখিদের বিভিন্ন কার্যকলাপ এর ভিডিও দেখা যায় । আবার অনেক পাখির কার্যকলাপের ভিডিও ও দেখা যায়।

টিয়া (Parrot) আমাদের অতি পরিচিত একটি পাখি। কথা বলতে পারার জন্য এই পাখি বিখ্যাত। তবে সম্প্রতি দুটি টিয়া পাখির একটি ভিডিও ভীষণ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে একটি জল ভর্তি বাটির ওপর একটি টিয়া পাখি বসে আছে। তার পাশে ওপর একটি টিয়া পাখি বসে আছে। প্রথম টিয়া পাখিটিকে বাটি থেকে জল খেতে দেখা গেছে এবং দেখা গেছে অপর টিয়া টি তার রাগ ভাঙাচ্ছে। এভাবে তার রাগ ভেঙে গেলে তারা পাশাপাশি বসেছে।

ভিডিওটিতে দুই টিয়ার প্রেমালাপের ছবি ফুটে উঠেছে। প্রেম যে কত মধুর এবং তা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় তা প্রমান করেছে এই ভিডিওটি। ভিডিওটি খুব ই ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ভিডিওটা দেখেছেন এবং লাইক কমেন্ট শেয়ার করেছেন।

Back to top button