নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

সিঁদুর পরানো সমর্থন করি না, মহিলা পুরোহিতদের আজব নিয়মে ট্রোলের ঝড় নেটদুনিয়ায়, তুমুল ভাইরাল ভিডিও

Published on:

আজকালকার বিয়ে (Marriage) বাড়িগুলিতে আধুনিকতার ছাপ স্পষ্ট। সলজ্জ নববধূ এক মাথা ঘোমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এমনটা দেখা যায় না আর। আর সাজগোজের মধ্যেও বিস্তর পরিবর্তন এসেছে। আজকাল ব্রাইডাল মেকআপ (Make up) আর ফটোগ্রাফি (Photography) করা যেন একপ্রকার বাধ্যতামূলক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গায়ে হলুদ, দধি মঙ্গল থেকে শুরু করে হাতে ভাত,রিসেপশন সবেতেই এসেছে পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তন শুধু পাত্র-পাত্রীরাই নয়, বিয়ে বাড়িতে উপস্থিত সকলেই বিয়েবাড়িকে ভীষণ উপভোগ করে থাকেন। কারণ বিয়েবাড়ি মানে সেটি শুধু বর ও বউয়ের আনন্দের জায়গা নয়, সেখানে সকলে মিলে একসাথে এক হয়ে মজা করে থাকে, আনন্দে মেতে উঠে একত্রে।

সম্প্রতি মহিলাদের পৌরহিত্য করতে দেখা যায়। বিশেষতঃ বিয়ের অনুষ্ঠানগুলো এখন অনেকেই মহিলা পুরোহিতদের (Women Priest) দিয়ে করিয়ে থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একাধিক মহিলা পুরোহিত মিলে পাত্র, পাত্রীর বিয়ে দিচ্ছেন।

এই ভিডিওটিতে মহিলা পুরোহিত বলছেন, তাঁরা বহু বছর ধরে প্রচলিত সামাজিক রীতিনীতিকে ভেঙে তাঁরা এক নতুন প্রথা গ্রহণ করেছেন। এমনকি সিঁদুর দানের মতো বিষয়কেও তাঁরা প্রাধান্য দেননি। কারণ তাঁদের মতে একটি মেয়ের সিঁথিতে সিঁদুর পরানো মানে হল মেয়েটি তার স্বামীর নিজের সম্পত্তি। এছাড়াও তাঁদের বক্তব্য, এখন মেয়েরা স্বাবলম্বী। তাই তাঁদের পিঁড়িতে চড়ে মণ্ডপে আসার প্রয়োজন নেই, আর কন্যা দানের তো দরকার নেই।

প্রচুর ভাইরাল হয়েছে ভিডিওটি। এই ভিডিওটির কমেন্ট বক্স ভরে গেছে বিভিন্ন ধরনের কমেন্টে। নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্যে করেছেন। কারুর বক্তব্য, “সব পাল্টে ফেলুন, বিয়েটাই তুলে দেওয়া হোক বাঁচা যাবে”। কেউ লিখেছেন মহিলা পুরোহিতদের পৌতে পরা উচিত। কেউ আবার মহিলা পুরোহিতদের উদ্দেশ্যে লিখেছেন “কাকিমা আপনি মানসিক রোগী চিকিৎসা করান সমাজের ব্যাধি”। এইভাবেই নানান ধরনের বক্তব্য তুলে ধরেছেন নেটিজনরা। বিষয়টি এখন স্যোশাল মিডিয়ায় চর্চায় রয়েছে।

About Author