৫৬ বছর বয়সে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন প্রকাশ রাজ! কিন্তু কেন?

বর্তমানে ফিল্ম জগতে সাউথের রমরমা। সাউথের একজন অতি জনপ্রিয় অভিনেতা হলেন প্রকাশ রাজ। তিনি সব রকম চরিত্রেই অভিনয় করে থাকেন। তবে তাকে বিশেষ পছন্দ করা হয় খলনায়ক চরিত্রে।

তিনি ইতিবাচক ও নেতিবাচক উভয় চরিত্রে সমান দক্ষতার সাথে কাজ করেন। এই কারণেই তাঁকে বহু ফিল্মে দেখা যায় আর দর্শকরাও তাঁকে দেখতে পছন্দ করেন। কেবলমাত্র সাউথ ইন্ডাস্ট্রিতেই নয় গোটা ভারত জুড়ে রয়েছে তার অসংখ্য ফ্যান। তিনি সাউথ ইন্ডাস্ট্রির পাশাপাশি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন।

View this post on Instagram

A post shared by Prakash Raj (@joinprakashraj)

নিজের কাজের জন্য বহুবার তাকে চর্চায় উঠতে দেখা গেছে। কিন্তু এবার তিনি চর্চায় উঠে এসেছেন নিজের ব্যক্তিগত জীবনের কারণে। তিনি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন। তবে তিনি পুনরায় বিয়ে করেছেন নিজের দ্বিতীয় স্ত্রীকেই।

View this post on Instagram

A post shared by Prakash Raj (@joinprakashraj)

তার স্ত্রী এর নাম পানি ভার্মা। তার ছেলে করনের ইচ্ছে ছিল বাবা-মায়ের বিয়ে দেখার। তাই ছেলের ইচ্ছে পূরণ করতেই ১১ তম বিবাহ বার্ষিকীতে আবারো বিয়ের পিঁড়িতে বসলেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সব ছবি ভাগ করে নিয়েছেন ফ্যানদের সাথে। তিনি যেমন একজন ভালো অভিনেতা, তেমনই একজন ভালো বাবা আর স্বামী হিসেবেও তিনি খুবই ভালো। তাঁর এই ছবি তাঁর অনুগামীদের খুবই ভালো লেগেছে। সকলেই তাঁদের জুটির প্রশংসা করছেন।

Back to top button