সোশ্যাল মিডিয়া ( Social media) বিনোদনের ( Entertainment) অন্যতম মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও ও ছবি ভাইরাল হয়। এর মধ্যে এক একটি ভিডিওর বিষয় হয় এক এক রকম। কোনো কোনো ভিডিও যেমন আমাদের মনে রাগের উদ্রেক করে তেমনি আবার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়া জুরে হাসির পরিবেশ সৃষ্টি করে।
এই ভিডিওগুলি দেখতে দর্শকরা খুবই পছন্দ করেন । অনেক ভিডিওতে মানুষের প্রতিভা প্রকাশিত হয়। তাই প্রতিভা প্রকাশের অন্যতম মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। নাচ গান কবিতা ইত্যাদির বিভিন্ন ভিডিও প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় । সম্প্রতি আবার এমন একটি ভিডিও ভাইরাল হলে সোশ্যাল মিডিয়ায়।
ডান্স স্টার মৌ ( Dance Star Mou) কে অনেকেই চেনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জনপ্রিয়। বাংলাদেশের ( Bangladesh) বিখ্যাত গান প্রাণ সখীরে ( Pran Sokhi re) তে দুর্দান্ত নাচ করেছেন মৌ ( Mou)। তার পরনে ছিল নীল শাড়ি ও লাল ব্লাউজ ।সবুজ গ্রাম্য প্রকৃতির মাঝে তিনি দুর্দান্ত নাচ পরিবেশন করেছেন তার দুহাতে ছিল লাল চুরি। চুলে ছিল বেনুনি বাধা ও চুলে লাল রঙের ফুল ও গোজা ছিল।
তার এই নাচ ভীষণ ভাইরাল হয়েছে। অসাধারণ ভঙ্গিতে নাচ করেছেন তিনি ।প্রত্যেকেই তারই এই নাচের ভীষণ প্রশংসা করেছেন। অনেকেই তার এক্সপ্রেশন এর প্রশংসা করেছেন । অনেকেই তাকে আরো এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন। আবার অনেকেই তাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে বলেছেন । প্রচুর লাইক কমেন্ট শেয়ার পরেছে ভিডিওটিতে।