টলিউডের (Tollywood) অন্যতম সেরা অভিনেতা তিনি। একটা সময় গোটা টলি ইন্ডাস্ট্রির দায়িত্ব তিনি তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। বহু তারকাদের কেরিয়ার নিজের হাতে গড়েছেন তিনি। আসলে অভিনয়টা আছে তাঁর রক্তেই। কথা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে (Prasenjit Chatterjee) নিয়ে। দীর্ঘ ৪০ টা বছর ধরে তিনি তৈরী করে ফেলেছেন তার নিজস্ব সাম্রাজ্য। আজও সমান ভাবে তিনি রাজত্ব চালিয়ে যাচ্ছেন।
বাবা বিশ্বজিৎ চ্যাটার্জী ছিলেন ভারতীয় ইন্ডাস্ট্রির চেনামুখ। বাবার দেখানো পথে হেঁটেই আজ তিনি হয়ে উঠেছেন টলিউড সুপারস্টার। জীবনের ৬০ টা বছর কাটিয়ে ফেলেছেন এই অভিনেতা। কিন্তু আজও চির যৌবন তিনি। এই ফিটনেসের পিছনে আসল কারণ কি সেটাই জানাবো আজকের প্রতিবেদনে।
জানা যায়, আজ থেকে প্রায় ২০ বছর আগেই নাকি ভাত খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছেন প্রসেনজিৎ। তবে কেবলমাত্র এইটুকুই নয়। নিজেকে সুস্থ্য রাখতে আরও গুরুত্বপূর্ণ নানান পদক্ষেপ গ্রহণ করেন সকলের প্রিয় বুম্বাদা।বাইরের কোনো খাবার স্পর্শও করেন না তিনি। টলিউডের যে কোনো পার্টিতে গেলেও খুব মেপে খাবার খান এই অভিনেতা। এমনকি শরীর সুস্থ রাখতে ভরসা রাখেন স্যালাডে।
প্রতিদিন নিজের ডায়েটে শসা আর টক দই রাখেন তিনি। এবং অবশ্যই তালিকায় থাকে ফলের রস। পুষ্টিকর খাবার ছাড়া কিছুই খেতে পছন্দ করেন না প্রসেনজিৎ। শ্যুটিং সেটেও কেবল ডাবের জল, ব্ল্যাক কফি এবং টকদই খান তিনি। তবে কেবলমাত্র ডায়েট কন্ট্রোল নয়। এই সবের পাশাপাশি কঠোর শারীরিক পরিশ্রম করেন অভিনেতা। আর সে কারণেই ৬০ বছর বয়সে এসেও একেবারে তরুণ তিনি।