সোশ্যাল মিডিয়া এমন একটি প্লাটফর্ম যেখানে বর্তমানে নিজের প্রতিভাকে সারা বিশ্বের কাছে তুলে ধরা খুবই সহজ ব্যাপার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের প্রতিভার কথা সকলের কাছে পৌঁছে দিয়ে ভাইরাল হয়েছেন এরকম মানুষের সংখ্যাও প্রচুর।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিতি পেয়েছেন এমন মানুষদের উদাহরণও রয়েছে অনেক। যেমন- রানাঘাটে রানু মণ্ডল অথবা বীরভূমের বাদাম কাকু ভূবন বাদ্যকর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেক এদের আর ঘুরে তাকাতে হয়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাঁচ যুবতীর একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে যা নেটিজেনমহলে চরম সাড়া ফেলে দিয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া যে ভিডিওটির কথা আমরা বলছি তা হল একটি নাচের ভিডিও।এই ভিডিওটিতে দেখা যাচ্ছে জনপ্রিয় লোকগীতি ‘শালতলে বেলা ডুবিল’ গানের সাথে সুন্দর অঙ্গী ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছেন পাঁচজন সুন্দরী যুবতী। এই লোকনৃত্য দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ভিডিওটির কমেন্ট বক্সে ওই পাঁচ যুবতীর প্রশংসা করতে দেখা যাচ্ছে নেটিজেনদের।ভিডিওটি শুট করা হয়েছে একটি খোলা মাঠের মধ্যে।
সূর্যাস্তের আলো ভিডিওটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। ভিডিওতে দেখা যাওয়া তিনজন যুবতীর পরণে ছিল লাল শাড়ি ও লাল ব্লাউজ এবং দুইজন যুবতী হলুদ শাড়ি ও হলুদ ব্লাউজ পরেছিলেন। এছাড়া প্রত্যেকের মাথায় ফুলের মালা ও ম্যাচিং গয়না, কোমরে রুপোর কোমরবন্ধনী ও আলতা পরা পায়ে নূপুর পরে অপরূপ সুন্দরী লাগছিল ওই পাঁচ যুবতীকে।ঘুঙরু ডান্স স্কুল নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।
ভিডিও টিতে ভালোবাসা দেখিয়েছেন নেটিজেনরাও।ইতিমধ্যেই প্রায় ৫৩ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছে এবং প্রায় ৫০০ এর কাছাকাছি লাইকও পড়েছে ভিডিওটিতে। একই সাথে ভিডিওর কমেন্টবক্সে ওই ৫ যুবতীর প্রতিভা ও তাঁদের রূপের প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা।