চৈত্রের তীব্র দাবদাহ মানুষের জীবন ইতিমধ্যে ওষ্ঠাগত করে তুলেছে । গরমের তীব্রতা মানুষের পাশাপাশি চাপ ফেলেছে পশুপাখিদের জীবনেও । গরমে পুকুর বা জলাশয়ের জল শুকিয়ে যাওয়ায় জঙ্গলের বাসিন্দারা জলের খোঁজে চলে আসছে মানুষের বসতির মধ্যে ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব দ্রুতগতিতে ভাইরাল হচ্ছে । টুইটারে কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ পায় । ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি গ্লাস থেকে জল খাওয়াচ্ছেন একটি সাপকে । প্রথম নজরে সাপটি কোন প্রজাতির তা বোঝা না গেলেও ক্রমে সেটা বুঝতে খুব একটা অসুবিধে হচ্ছেনা । সাপটি হলো বিশ্বের সবচেয়ে বরি বিষধর সাপ , কিং কোবরা । ইতিমধ্যে লক্ষাধিক মানুষ ভিডিওটি উপভোগ করার পাশাপাশি হাজার হাজার মানুষ লাইক ও শেয়ার করেছেন।
Monkey and ducklings are eating watermelon and here u are watching the king cobra actually drinking water from a glass held in the hand. They too have to be hydrated then n there.But they don't open the mouth to drink water there is a small nostrils through which they suck water pic.twitter.com/PaJGF6HHLc
— Target is Possible (@TargetPossible) April 5, 2023
ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি পরম যত্নে একটি জল ভর্তি কাঁচের গ্লাস এগিয়ে ধরছেন সাপটি সামনে । সাপটিও কোনরকম ভীতি বা রাগ না দেখিয়ে আস্তে আস্তে গ্লাসে মুখ ঢুকিয়ে জল পান করছে নিশ্চিন্তে । জল পান করে সাপটিকে চলে যেতেও দেখা গেছে ভিডিওটিতে। ঘটনাটি অবশ্য ভারতবর্ষের নয় তবুও ঘটনাটি দেখে রীতিমতো অবাক হয়েছেন লাখো নেটিজেন । বনের হিংস্র প্রাণীর এরূপ ব্যবহারের রীতিমতো বিস্মিত হয়েছেন নেটিজেনদের একাংশ ।