সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ, বিক্রি হল ৪৩ লক্ষ টাকায়

ওপার বাংলার সুন্দরবনের নদীতে পাওয়া গেল প্রায় সাত ফুটের তেলে ভোলা মাছ। ৭৮ কেজি ওজনের এই মাছটি ধরা পড়েছে গোসাবা নদীতে। ক্যানিং বাজারে এর দর উঠেছে প্রতি কেজিতে ৪৯ হাজার ৩০০ টাকা। কলকাতার এক সংস্থা এই মাছ সাড়ে ৩৬ লাখ টাকায় কিনে নিয়েছে। অন্যদিনের মতো মাছ ধরতে গিয়েই এই ৭৮ কেজি ২০০ গ্রাম ওজনের পেল্লাই সাইজের তেলেভোলা মাছ জালে ধরা পরল।

সাড়ে ৩৬ লাখ টাকায় এই মাছ কিনেছে কলকাতার কেএমপি নামের এক প্রতিষ্ঠান। এই মাছের কি এমন বিশেষত্ব যে প্রতি কেজি ৪৯ হাজার টাকা দর উঠেছিল? শোনা যাচ্ছে এর পেটে রয়েছে কিছু মূল্যবান সম্পদ। মৎস্যজীবী বিকাশ বর্মন (Bikash Barman) দীর্ঘদিন ধরে সুন্দরবনের নদীতে মাছ ধরেন।

দক্ষিণ ২৪ পরগনার গোসাব আর সোনাগাঁ এলাকা থেকে শুক্রবার পাঁচ মৎস্যজীবী মাছ ধরতে গিয়েছিলেন। শনিবার সকালে ক পুরা নদীর কাছে ১৩ বাকির খালে জাল ফেলার পর এই বিশাল মাছটি ওঠে। সেদিন সন্ধ্যাতেই মৎস্যজীবীরা ক্যানিংয়ের আড়তে মাছটিকে বিক্রি করার জন্য নিয়ে যান। এই মাছটির পেটে বহু মূল্যবান সম্পদ রয়েছে আমরা আগেই বলেছি। সেই সম্পদ গুলি হল আসলে সোনাদানা বা হিরে নয়। বরং ওষুধ তৈরির জন্য বিদেশের বাজারে তেলে ভোলা মাছের শরীরের বিভিন্ন অংশের খুব চাহিদা রয়েছে। তাই মাছটি বিক্রি হয়েছে মোট ৩৭ লক্ষ ৫৩ হাজার ৮১১ টাকায়।

Back to top button