দেশের সবচেয়ে দামি গাড়ি কিনলেন ব্যবসায়ী, দাম শুনলে চোখ কপালে উঠবে
আমরা এতক্ষণ যে ব্যবসায়ীটির কথা বলছিলাম তিনি হলেন হায়দ্রাবাদের নাসির খান (Naseer Khan)। তিনি ১২ কোটি টাকা দামের সুপারকার কিনেছেন। লাল রঙের গাড়িটির রূপ দেখে তো বটে এমন কি দাম শুনেও বহু মানুষের চোখ কপালে উঠেছে। প্রসঙ্গত বলে রাখি এই গাড়িটি তৈরি হয়েছে কার্বন ফাইবার দিয়ে।

এই ব্যবসায়ী পেশার দিক থেকে ব্যবসা করলেও তার আসল নেশা হলো গাড়ি সংগ্রহ করা। রীতিমতো তার গাড়ির আস্তাবল রয়েছে। সেই আস্তাবলে সারিসারি গাড়ি পার্ক করা থাকে। নতুন পুরনো সব রকমের গাড়ি নিজের সংগ্রহে রাখতে পছন্দ করেন তিনি।
সেই ভারতীয় ব্যবসায়ী এবার কিনে ফেললেন এই দেশের সবচেয়ে দামি সুপার কার। লাল রঙের এই সুপারকারটি পিছনে রেখে একটি ছবিও তুলেছেন তিনি। আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাজ ফলকনামা প্যালেস। রাজকীয় প্রাসাদের সামনে রয়েছে রাজকীয় গাড়ি। এই ধরনের গাড়ি সিনেমাতেই সাধারণত দেখা যায়। এমন গাড়ি এখন আমাদের দেশের রাস্তাতেই দেখা যাবে।
এই গাড়ির বিষাক্ত হলো গাড়িতে উঠে বসার সময় দরজা উপরে উঠে যায় আবার বসার পর তা যথাস্থানে নেমে আসে। গাড়িটির নাম হল ৭৬৫ এল টি স্পাইডার। এই গাড়িটি ব্রিটিশ সংস্থা ম্যাকলারেন অটোমোটিভ তৈরি করে। এই সংস্থা ভারতের বাজারে গত নভেম্বরে প্রবেশ করেছে। তাদের ছটি মডেল নিয়ে ভারতীয় বাজারে নিজেদের মেলে ধরেছেন। এই সংস্থার সবচেয়ে কম দামি মডেলটির দাম হলো ৩ কোটি ৭২ লক্ষ টাকা আর সবচেয়ে দামি মডেলটির দাম ১২ কোটি টাকা।
আমরা এতক্ষণ যে ব্যবসায়ীটির কথা বলছিলাম তিনি হলেন হায়দ্রাবাদের নাসির খান (Naseer Khan)। তিনি ১২ কোটি টাকা দামের সুপারকার কিনেছেন। লাল রঙের গাড়িটির রূপ দেখে তো বটে এমন কি দাম শুনেও বহু মানুষের চোখ কপালে উঠেছে। প্রসঙ্গত বলে রাখি এই গাড়িটি তৈরি হয়েছে কার্বন ফাইবার দিয়ে।