নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

হাতের লেখা যেন টাইপিং! যুবকের হাতের লেখা দেখলে হা হয়ে যাবেন আপনিও

Published on:

এই একুশ শতকে দাঁড়িয়ে আমরা সকলেই স্বীকার করবো সামাজিক মাধ্যমের উপকার। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সমস্ত কাজেকর্মে সামাজিক মাধ্যমের অবদান যথেষ্ট। এই সামাজিক মাধ্যম আমাদের অনেক কিছু উপহারও দিয়েছে আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। কিন্তু বিজ্ঞানের ওপর আমাদের নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই বিজ্ঞানের একটি বড়ো অবদান হলো স্যোশাল মিডিয়া। এই স্যোশাল মিডিয়ার মাধ্যমে আমরা দেশ-বিদেশের নানা স্থানের বিভিন্ন ঘটনা জানতে পারি। এইসব ঘটনাগুলো জেনে আমরা সমৃদ্ধ হই। বিভিন্ন দেশের বিভিন্ন খবর থেকে শুরু করে খেলাধুলা,গানবাজনা, ও মনোরঞ্জন আজকাল মানুষের হাতের মুঠোয় এসেছে স্যোশাল মিডিয়ার মাধ্যমে। স্যোশাল মিডিয়া না থাকলে নানা ধরনের খবর বা মনোরঞ্জন আমরা সহজে পেতাম না।

প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই স্যোশাল মিডিয়া। স্যোশাল মিডিয়ায় প্রতিনিয়ত দেখা মেলে নানান প্রতিভাধর মানুষের। সমাজের বহু তরুণতরুণীর বহু প্রতিভা এই মাধ্যমের মাধ্যমে সবার কাছে পৌঁছে গেছে। এমনকি নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা, যারা অর্থের অভাবে প্রতিভার বিকাশ সাধন করতে পারেন না, তাদের কাছেও স্যোশাল মিডিয়ার অবদান অনস্বীকার্য।

সম্প্রতি একটি ভিডিও দেখে চোখে ধাঁধা লেগে গেছে। ভিডিওটিতে দেখানো হয়েছে দ্রুততার সাথে সুন্দর হাতের লেখা হয় কিভাবে। সাধারণত দ্রুততার সাথে সুন্দর হাতের লেখা করা একটু সমস্যা জনক। কারণ দ্রুত লিখতে গিয়ে হাতের লেখা খারাপ হয়ে যায়। কিন্তু ভিডিওতে দেখা গেছে ব্লু কালারের এর জেল পেনের সাহায্যে বাংলা ভাষায় সুস্পষ্টভাবে লিখছেন একজন। এরপর বাংলা ভাষা ছাড়াও হিন্দি এবং ইংরেজি ভাষায় সুন্দরভাবে লেখা দেখানো হয়েছে। হাতের লেখা একেবারে কম্পিউটারের টাইপিং ও ফোনের টাইপিং-এর মতো।

ভিডিওটি Hater Lekha নামক একটি ইউটিউবে থেকে পোস্ট করা হয়েছে। ১ মিলিয়নেরও বেশি মানুষজন ভিডিওটি দেখেছেন। ৯ হাজরের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। ভিডিওটিতে দেখানো হাতের লেখা যেন একটি একেবারে “সোনায় বাঁঝানো।”

About Author