১০৭ কোটি অফার ছেড়ে গরীব বাচ্চাদের জন্য ২০০ টাকার টিউশন! খান স্যারের কাহিনী গল্প মন ছুঁয়ে যাবে সকলের

0
6
khan sir
khan sir

ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati)। এই বিদেশি রিয়েলিটি শো এর অনুকরণে তৈরি। গত ২৩ বছর ধরে এই শো সম্প্রচারিত হয়। তবে এই রিয়েলিটি শো এর জনপ্রিয়তাতে কিন্তু ভাটা পরে নি। তবে তার কারন কিছুটা হল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এর সঞ্চালনা।

এই শো’তে যেমন সমাজের এলিট ক্লাসের লোকরা অংশগ্রহন করে ঠিক তেমনি সাধারন জনগনও এই শো’তে অংশগ্রহন করে। এই রকমই একজন অংশগ্রহনকারী হলেন খান স্যার। তবে এই খান স্যার বলিউডের কোনো তারকা নন। তিনি হলেন ভাইরাল খান স্যার (Khan Sir)। তিনি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার জেনারেল স্টাডিজর ওপর পড়ান।

তার চ্যানেলের নাম হল ‘খান জিএস রিসার্চ সেন্টার’ (Khan GS Research Centre)। সাবস্ক্রাইবার সংখ্যা শুনলে আপনি অবাক হবেন। কোটির ওপর তার ছাত্র সংখ্যা। বিহারে তার পড়ানোর ধরনের ছাত্রদের বেশ পছন্দের। আর তার জীবনের কাহিনী শোনা গেলো জাকির খান (Zakir Khan) এর কণ্ঠে। তিনি হলেন ইউটিউবার তথা কমেডিয়ান।

জাকির খান সেই মঞ্চে জানান খান স্যার ১০৭ কোটি অফার ছেড়ে দেন গরীব বাচ্চাদের জন্য। জাকির খান জানান, ‘খান স্যারের কথা বলার ধরণ এবং ওনার মাটির মানুষ সুলভ ব্যক্তিত্ব দেখে সকলে মুগ্ধ হয়ে যান। আপনারা অনেকেই হয়তো জানেন না, নিজের কোচিং ছেড়ে অন্য একটি কোচিংয়ে যোগ দেওয়ার জন্য ওনাকে প্রায় ১০৭ কোটি টাকা অফার করা হয়েছিল।

কিন্তু তিনি সেই অফার গ্রহণ করেননি।’ কিন্তু কেন ফিরিয়ে দিয়েছিলেন এই প্রশ্নের জবাবে তিনি জানান, ‘স্যার আমি নিজের কোচিংয়ে ২০০ টাকায় পড়াই। আমায় ওনারা নিয়ে চলে গেলে সেটার জন্য লাখ টাকা চার্জ করতো। গরিবদের কী হতো স্যার? ১০৭ কোটি টাকায় আমি হয়তো কিছু ঘর বানিয়ে ফেলতাম।

সেই কিন্তু প্রস্তাব ফিরিয়ে আমি যে শিশুদের পড়িয়েছি, সেই জন্য আজ প্রত্যেক ভারতবাসীর মনে আমার স্থান হয়ে গিয়েছে’। খান স্যার বিজ্ঞান নিয়ে স্নাতক হবার পর স্নাতকত্তর সম্পন্ন করেন জিওগ্রাফিতে । পেশায় তিনি একজন শিক্ষক ও সমাজ সেবক।