সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। বিভিন্ন দেশ বিদেশে র মানুষের পোস্ট করা বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তই। ঘরে বসেই আমরা বিভিন্ন দেশ বিদেশে র মানুষের বিভিন্ন প্রতিভার কথা জানতে পারি সহজেই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আবার কত মানুষ কতরকম প্রতিকূলতার মধ্যেও হার না মেনে লড়াই করে বেঁচে রয়েছে তারও প্রমান মেলে সোশ্যাল মিডিয়ায়। ঠিক তেমনই হার না মেনে লড়াই করে জীবন কাটানোর একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ঠিক তিন বছর আগে। সম্প্রতি আবারও সেই ভিডিওটি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
তিন বছর আগে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল তাতে দেখা গেছিলো যে, বৃদ্ধ যে কিনা উচ্চতায়ও বেশ খানিকটা ছোট। একপ্রকার প্রতিবন্ধীই বলা যায় তাঁকে। আর সে খালি গলায় দূর্দান্ত গান গেয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সকলকে। বাদ্যযন্ত্র হিসেবে তাঁর হাতে রয়েছে টিনের একটি বড় কৌটো আর একটি ছোট কৌটো। এই দুটো কৌটো হাতের সাহায্যে বাজিয়ে দূর্দান্ত গান করছেন ওই লোক। মহম্মদ রফির ‘মেরে মিতবা’ গানটি খালি গলায় অসাধারণ সুন্দর গেয়েছেন তিনি।
‘বাংলা ২৪’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল তিন বছর আগে। সেই ভিডিওটি আবারও সোশ্যাল মিডিয়ায় উঠে আসায় প্রচুর মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছেন। এবং পছন্দও করেছেন বহু মানুষ। লাইক ও কমেন্ট করে তাদের মতামতও জানিয়েছেন অনেকে। একজন প্রতিবন্ধী বৃদ্ধ মানুষের খালি গলায় অসাধারণ সুন্দর একটা গানের প্রশংসায় ভরিয়ে তুলেছেন কমেন্ট বক্স।