নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

এক বছর পার করে ফেললো ‘জগদ্ধাত্রী’! এই উপলক্ষে শুটিং সেটে হলো কেক কেটে সেলিব্রেশন

Published on:

বর্তমানে বাংলা টেলিভিশনে (Bengali Television) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। দেখতে দেখতে প্রায় এক বছরের পূরণ করে ফেললো এই ধারাবাহিক। গত বছরের ২৯শে আগস্ট শুরু হয়েছিল এই ধারাবিক। আর এক বছর পূর্ন হওয়ার জন্য ‘জগদ্ধাত্রী’র সেটে জমকালো ভাবে কেটে কেটে সেলিব্রেশন হলো। যেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের বর্ষপূর্তি উপলক্ষে শ্যুটিয়ের ফাঁকেই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে এক সঙ্গে এই ধারাবাহিকের সমস্ত অভিনেতা অভিনেত্রীদের দেখা গিয়েছে। শ্যুটিং এর ফাঁকেই চললো কেটে কাটার পর্ব। বিভিন্ন কলাকুশলীদের কেক খেতে দেখা গেল। বিশেষ বিষয় হলো সকলের প্রিয় ‘স্বয়ম্ভূ’ তথা অভিনেতা সৌম্যদীপ ‘জগদ্ধাত্রী’ তথা অঙ্কিতাকে কেক খাওয়াচ্ছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রকাশ পেয়েছে। যা দেখে ভক্তরা বেশ খুশি।

Jagadhatri
Jagadhatri

ওই দিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী অঙ্কিতা (Ankita Mallick) জানিয়েছেন, ‘জগদ্ধাত্রীর মতো চরিত্র টেলিভিশনে আগেও দেখা গিয়েছে, তবে জ্যাস-এর মতো চরিত্র এর আগে টিভিতে দেখা যায়নি। তাই এই চরিত্রটা আমার কাছে চ্যালেঞ্জিং।’ এ দিন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়ও (Soumya Mukherjee) সাংবাদিকদের জানান যে, ‘জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকটিকে মানুষ এত ভালোবাসা দিচ্ছেন। আমার এবং অন্যান্য চরিত্রকেও এত ভালোবাসা দিচ্ছেন এতে আমি খুশি। দর্শকদের ভালোবাসার জন্যই এই সপ্তাহেও আমরা বেঙ্গল টপার।’

আসলে আগস্টের শেষে যে টিআরপি তালিকা প্রকাশিত হয়েছে সেখানে শীর্ষে (Top List In TRP) জায়গা করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’। এ জন্য কলাকুশলী থেকে শুরু করে দর্শকরা বেশ খুশি। সম্প্রচারের প্রথম দিন থেকেই দর্শক মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। সেই ফল দেখা গিয়েছে টিআরপিতেও। বার বার এই ধারাবাহিককে টিআরপি শীর্ষে জায়গা করে নিতে দেখা গিয়েছে। প্রতিবার গল্পে নতুন নতুন মোড় আসার সঙ্গে সঙ্গে টিআরপি আরো বেড়েছে। এখনো পর্যন্ত বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় রয়েছে ‘জগদ্ধাত্রী’ তা বলাই যায়।

এই ধরনের আরও আপডেট পেতে ফলো রাখুন আমাদের ফেসবুক পেজকে

About Author