Srabanti Chatterjee: বয়স হাঁটছে উল্টোপথে! বয়স ৩৪ হলেও দেখে মনে হয় যেন ১৮-র যুবতী! শ্রাবন্তীর রূপের জাদুতে পাগল যুবক ভক্তরা

আমরা বিনোদনের একমাত্র মাধ্যম বলতে বুঝি সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন জিনিস ভাইরাল হতে থাকে। বিভিন্ন পশু পাখির ভিডিও থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রেটিদের বিভিন্ন কার্যকলাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসতে দেখা যায়। যা দেখে দর্শকদের মন ভরে যায়। বলিউড কিংবা টলিউড বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরা লাইম লাইট জুড়ে থাকতে বেশ পছন্দ করেন। তাই মাঝেমধ্যেই উঠে আসে তাদের বিভিন্ন দুষ্টু মিষ্টি ভিডিও। সম্প্রতি টলিউড জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় মাত্র ১৬ বছর বয়সে বড় পর্দায় কাজ শুরু করেছিলেন তিনি। দেখতে দেখতে কুড়ি বছর টলিউড ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। তবে বেশ কিছু ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে বর্তমানে একাধিকবার নানান বিতর্কে জড়িয়ে পড়তে দেখা দিয়েছে তাকে। তাকে নিয়ে সমালোচনা হয়েছে বেশ কয়েকবার। তবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হয়েও নেটিজেনদের মতামতে বিশেষ ভাবে কান না দিয়ে নিজের মতোই কাজ করে চলেছেন তিনি।

তিনি প্রথম কাজ করেন প্রসেনজিৎ চ্যাটার্জী এবং ঋতুপর্ণার সাথে একটি বাংলা ছবি ‘মায়ার বাঁধন’-এ অভিনয় করেছিলেন। এই ছবিটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এই ছবিতে তার অভিনয় বেশ সমাদৃত হয় এবং এরপর তিনি অনেক ছবিতে অভিনয় করেন। প্রধান অভিনেত্রী হিসেবে শ্রাবন্তী চ্যাটার্জির প্রথম ছবি ছিল ২০০৩-এ প্রকাশিত ‘চ্যাম্পিয়ন’। সেই বছরই তিনি পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন এবং তাদের একটি পুত্র সন্তান হয় যার নাম অভিমন্যু।

এরপর ছেলেকে মানুষ করার জন্য তিনি পাঁচ বছরের জন্য অভিনয় জগত থেকে বিরতি নেন। এরপর ২০০৮ সালে “ভালোবাসা ভালোবাসা” সিনেমা থেকে আবারও অভিনয় জগতে ফিরে আসেন। ২০০৯ থেকে ২০১৪ সাল অব্দি শ্রাবন্তী সিনেমা জগতে রাজত্ব করেছেন। ২০১৬ সালে রাজিব বিশ্বাসের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয় এবং দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক ভেঙে যায়। এরপর একজন মডেল কৃষান বিরাজের সাথে তিনি বিবাহ করেন। এরপর আবার শ্রাবন্তী রোশান সিং নামে একজন জিম ট্রেনার এর সাথে বিবাহ করেন। কিন্তু সেই বিয়েও ভেঙ্গে যায়।

চলচ্চিত্রের পাশাপাশি, শ্রাবন্তী চ্যাটার্জি একজন রাজনীতিবিদ হিসাবেও তার চিহ্ন তৈরি করেছেন এবং বিধানসভা নির্বাচনেও অংশ নিয়েছেন। শ্রাবন্তীর রাজনৈতিক জীবন শুরু হয় ২০২১ সালে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে। অভিনেত্রী শ্রাবন্তীও বিজেপিতে যোগদানের পর বেহালা পশ্চিমে (পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন) পা দিয়েছিলেন কিন্তু পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও ২০২১ সালের নভেম্বরে বিজেপি ত্যাগ করেছিলেন এবং পদত্যাগ করেছিলেন।