Subhashree Ganguly: শীঘ্রই আসছে দ্বিতীয় সন্তান! ৯ মাসের বেবি বাম্প নিয়ে বোল্ড লুকে ধরা দিলেন শুভশ্রী

0
2
Subhashree Ganguly
Subhashree Ganguly

দ্বিতীয়বার মা হতে চলেছেন টলি কুইন রাজশ্রী গঙ্গোপাধ্যায় ওরফে শুভশ্রী (Subhashree Ganguly)। তিনি বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্ব। নতুন সদস্য আশার অপেক্ষায় খুশির হাওয়া বইছে তাদের চক্রবর্তী পরিবারে। শুভশ্রীর ছোট্ট ছেলে উইভান (yuvann)ও নতুন খেলার সঙ্গী পাওয়ার অপেক্ষায় দিন গুনছে।

অন্তসত্তা হলে নিজেকে গোপন করে লুকিয়ে রাখা নয় সবার সামনে নিজেকে উপস্থাপন করে আনন্দ ভাগ করে নেওয়া টা কেই শুভশ্রী (Subhashree Ganguly) ভালো বলে মনে করছেন। তার কাছে প্রেগনেন্সি কোন রোগ নয়, প্রেগনেন্সি দু হাত খুলে আলিঙ্গন করার জিনিস একথাই বারবার বুঝিয়ে আসছেন শুভশ্রী (Subhashree Ganguly)

তিনি (Subhashree Ganguly) এবার বোল্ড লুকে ফটো পোস্ট করে একেবারে অনুগামী দের মন জয় করে নিলেন । দেখা যাচ্ছে, সেই ছবিতে কালো অফ শোল্ডার ড্রেসে ঝড় তুলেছেন তিনি। সঙ্গে পড়েছেন মানানসই স্টাড, ব্যাঙ্গেল এবং একটি ঘড়ি। গর্জিয়াস মেকআপে তাঁকে লাগছিল অনবদ্য। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “সার্ভিং আপ সাম গ্ল্যাম”। এই ছবি দেখে প্রশংসা তে মেতে উঠেছে অনুরাগী মহল।


তিনিই কিছুদিন আগে তার অনুগামীদের কাছে নিন্দার পাত্র হয়ে উঠেছিলেন।একটা সাদা রঙের ড্রেস পড়ে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেছিলেন তখন তিনি। যে ছবি দেখে নেটিজেনরা মন্তব্য করেন মোটা হয়ে যাচ্ছ আর কী বিশ্রী দেখাচ্ছে’। কারোর কথায়, ‘তুমি ডিভা নও, ওনলি বুড়ি’। কেউ লিখেছেন, ‘মুখটা একদম বাজে লাগছে’। আবার কেউ তো পরামর্শ দিয়ে লিখেছেন, ‘এটা কি ফিগার। একটু নজর দাও’। তবে বর্তমানে তিনি সেইসব মন্তব্য কে পাত্তা দিতে রাজি নন। উপভোগ করে চলেছেন মাতৃত্বকালীন সময়।

সম্ভাবত আগামী ডিসেম্বরেই আসবে নতুন অতিথি। এখন শুধু সময়ের অপেক্ষা। নতুন সদস্যকে বরণ করে ঘরে তুলতে উদগ্রীব চক্রবর্তী পরিবার। কাউন্টডাউন শুরু করে দিয়েছেন রাজশ্রীও। অন্তঃসত্ত্বা স্ত্রীর বিশেষ খেয়ালও রাখছেন রাজ।

কিছুদিন আগে এক সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে শুভশ্রী (Subhashree Ganguly) ক্যাপশনে লেখেন, আমি বাচ্চার যত্ন নিই, আর সে আমার যত্ন নেয়। এজন্যই আমরা এটিকে বলি ‘উই আর প্রেগন্যান্ট।সেই ছবিটিতে দেখা যায় রাজ শুভশ্রী কে নেলপালিশ পড়িয়ে দিচ্ছেন।

আরও পড়ুন: Mithai: আবার ফিরছে ‘মিঠাই’! জি বাংলার পর্দায় আবার দেখা যাবে দর্শকের প্রিয় সিধাই জুটি