শিশু আমরা সকলেই ভালোবাসি। স্যোশাল মিডিয়াতেও শিশুদের নানান ধরনের ভিডিও ভাইরাল হয় খুব। কখনো কখনো হয় সেটা মজার, আবার কখনো কখনো হয় সেটা করুনার দুঃখের। আজকাল আবার শিশুদের নিয়েও প্রচুর প্র্যাঙ্ক ভিডিও দেখা যায় স্যোশাল মিডিয়ায়।আবার এমন অনেক ভিডিও দেখা যায় যেগুলোতে শিশুদের কান্ড দেখে কখনো হাসেন দর্শকরা আবার কখনো বিস্মিত হন।
তবে নীল চোখওয়ালা কোঁকড়া চুলের মেয়েটির ছবি যেন নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। তবে তাঁর সম্পর্কে জানেন কি? জেনে নিন মেয়েটির নাম, বয়স সহ অন্যান্য বিষয়। মেয়েটির নাম অনাহিতা হাশেমজাদেহ (Anahita Hashemzade)। নামটি অচেনা হলেও নীল চোখওয়ালা কোঁকড়া চুলের জন্য মেয়েটিকে ভোলার উপায় নেই। ২০১৬ সালের ১০ জানুয়ারি ইরানের ইসফাহান শহরে জন্মগ্রহণ করে অনাহিতা। ২০১৮ সালে শিশুটির একটি ছবি পোস্ট করা হয় ইনস্টাগ্রামে (Instagram)। তারপর থেকেই নেটিজনদের কাছে জনপ্রিয় মুখ এই শিশুটি।
বর্তমানে শিশুটির বয়স 6 বছর। এই বাচ্চা মেয়েটির ছবি সোশ্যাল মিডিয়ায় এতোই জনপ্রিয় যে সেই দেখে অবাক হন তার মা-বাবাও।মেয়েটির স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যান্ডেল করেন তার মা। নেটিজনদের কাছে এই শিশুটি বর্তমানে অন্যতম একজন শিশু মডেল। তার কোটি কোটি ফ্যান। আবার ফ্যান পেজও রয়েছে। তবে মাঝে মাঝেই ছবি নিয়ে খারাপ ঘটনাও ঘটতে দেখা যায়। সেই জন্য সচেতন থাকেন তার মা-বাবা।
করোনার সময় একবার একটি রটনা শোনা গেছিল। শোনা গেছিল, শিশুটি নাকি করোনায় আক্রান্ত হয়েছিল। কিন্তু পরবর্তীতে তার মা জানান যে, এই খবরটি শুধুমাত্র রটনা, সম্পূর্ণ মিথ্যে খবর এটি। এই সুন্দরী শিশুটিকে বিশ্বের সবচেয়ে সুন্দরী শিশুর তকমা দেওয়া হয়েছে।